গত বুধবার কলেজ চত্বরেই এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।
ঘটনার সময় কলেজেই ছিলেন, ৪৮ ঘণ্টা পর কেন খবর পেলেন ভাইস প্রিন্সিপাল?
কসবা ল কলেজের সহ অধ্যক্ষা নয়না চট্টোপাধ্য়ায়
ফের কলকাতার বুকে ভয়াবহ অভিযোগ। এবার কাঠগড়ায় তৃণমূল নেতা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার খোদ টিএমসিপি নেতা। প্রশ্ন উঠছে, কলেজ চত্বরে গার্ডরুমে নিয়ে গিয়ে ভরদুপুরে ধর্ষণ করা হল, অথচ জানতেই পারল না কেউ! প্রশ্নের মুখে পড়তে হয়েছে কসবার ওই আইন কলেজের সহ অধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কেও। তিনি জানিয়েছেন, ঘটনার সময় কলেজেই উপস্থিত ছিলেন তিনি।
শুক্রবার যখন কলেজ চত্বরে যখন তুমুল বিক্ষোভ চলছে, তখন প্রশ্নের উত্তরে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় জানান, গত বুধবার অর্থাৎ ঘটনার দিন কলেজেই ছিলেন তিনি। সন্ধ্যা ৫টা পর্যন্ত ডিনের ঘরে মিটিং চলছিল। তবে ঘটনার কথা জানতে পারেননি তিনি। বৃহস্পতিবারও জানতে পারেননি। ৪৮ ঘণ্টা পেরিয়ে আজ শুক্রবার সকালে এক নিরাপত্তারক্ষী তাঁকে জানান বিষয়টি।
এটিও পড়ুন
রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড! মেজাজ হারিয়ে ছুট হাতির, তেড়ে গেল পুণ্যার্থীদের দিকে
স্কুল-পড়ুয়া বান্ধবীর খোঁজে 'সাত সমুদ্র পাড়ি' দিয়ে নদিয়ায় হাজির বিদেশি
হৃত্বিক নয়, বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন সুজন, কেন জানেন?
ভাইস প্রিন্সিপাল জানান, প্রেসিডেন্ট অশোক দেবকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়েছেন তিনি। অশোক দেব তাঁকে বলেছেন, আজ (শুক্রবার) যেহেতু রথের ছুটি, তাই সোমবার পদক্ষেপ করা হবে। তবে ৪৮ ঘণ্টা পর কেন তিনি জানতে পারলেন, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নয়না। তাঁর বক্তব্য, বর্তমানে কলেজে পরীক্ষা চলছে, ফলে কোনও ছাত্র-ছাত্রী আসছে না। ঘটনার দিন কেন ওই ছাত্রী বা অভিযুক্ত ছাত্ররা কলেজে উপস্থিত ছিল, সেটাই বুঝতে পারছেন না ভাইস প্রিন্সিপাল।
Post A Comment:
0 comments so far,add yours