প্রসঙ্গত, গত বছরের শেষদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে জামিন দিয়েছিল কোর্ট। ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই ছিলেন। গত বছরের শেষে পান জামিন।
কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? হাইকোর্টে জোরাল সওয়াল রাজ্য়ের আইনজীবীর
কলকাতা হাইকোর্ট
কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এদিন হাইকোর্টে জোরাল সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত। প্রসঙ্গত, এদিন ৩২ হাজার চাকরি বাতিল মামলায় শুনানি চলছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানেই এদিন ঘুরে ফিরে আসে মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ। তা নিয়েই এখন জোর চর্চা আইনজীবী মহলে।
প্রসঙ্গত, গত বছরের শেষদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে জামিন দিয়েছিল কোর্ট। ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই ছিলেন। বারবার জামিনের আর্জি জানিয়ে, অসুস্থতার যুক্তি দেখিয়েও আদালত থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল। কিন্তু গত বছর মেলে মুক্তি। এদিন সেই মানিকের প্রসঙ্গ টেনে এনে কিশোর দত্তের স্পষ্ট প্রশ্ন, কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
সূত্রের খবর, প্রশ্ন শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, হয়তো সেই সময় এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে ডেকে পাঠাতে হয়েছিল। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্তর স্পষ্ট কথা, আইনি প্রক্রিয়া মোতাবেক কোনও দুর্নীতি প্রমাণিত হয়নি।
Post A Comment:
0 comments so far,add yours