ঘূর্ণাবর্ত রয়েছে পঞ্জাব ও অসম সংলগ্ন এলাকাতেও। দক্ষিণ গুজরাট সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।


 থেমে থাকা মৌসুমী অক্ষরেখা আবার এগোচ্ছে, চেপে বসছে নিম্নচাপ, বাংলার আবহাওয়া সারাদিন কেমন থাকবে
ফাইল ছবি


সৌভিক সরকার ও কমলেশ চৌধুরীর রিপোর্ট


তাপমাত্রা কমে স্বস্তি মিলেছে ঠিকই, তবে মঙ্গলবার সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে বাড়ি থেকে বেরনোই দায়। কলকাতা, হাওড়া, হুগলি সহ রাজ্যের একাধিক জেলায় সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। সেই কারণেই শুরু হয়েছে বৃষ্টি। এদিকে, ১-২ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


 কাজ করছে না ইঞ্জিন! মধ্যরাতে কলকাতায় নামল এয়ার ইন্ডিয়ার বিমান
পরমাণু যুদ্ধ কি আর ক্ষণিকের অপেক্ষা? সংবাদ অফিসে হামলার পরেই বড় ইঙ্গিত ইরানের


নিজেদের মতো করে সবাই বিষয়টা বুঝে নিন', বৈঠকে কেন মন্ত্রীদের বললেন মমতা?
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ সব জেলাতেই তাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায়।

নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। আর সেই নিম্নচাপের টানেই ১-২ দিনের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবারই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের শক্তি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।

মৌসুমী অক্ষরেখা গত ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে থমকে যায়। প্রায় ২০ দিন থমকে থাকার পর আবার মৌসুমী বায়ু নিজের গতিতে এগোতে শুরু করেছে। এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে পঞ্জাব ও অসম সংলগ্ন এলাকাতেও। দক্ষিণ গুজরাট সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।

দক্ষিণবঙ্গে আজ সারাদিনই থাকবে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় হবে বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ সব জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে বলে জানা গিয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours