মডেলিং, বিজ্ঞাপন থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন দীপিকা। প্রথম থেকে টিনসেল টাউনের নজরে পড়েছিলেন তিনি। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেরিয়ার শুরুর দিকে বিজ্ঞাপনের এক পরিচালকের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন দীপিকা।
'ছোট স্তন, বড় করে দেব...', দীপিকাকে বললেন পরিচালক! ঠিক কী ঘটেছিল সেদিন?



বরাবরই ভীষণ প্রতিবাদী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যখনই কোন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন, তখনই তীব্র প্রতিবাদ করেন। সম্প্রতি তাঁর উদাহরণ, আট ঘণ্টার বেশি কাজ করার প্রতিবাদে দক্ষিণী বিগ বাজেট ছবি ছেড়ে দেওয়া। তবে কেরিয়ারের শুরুতে যেখানে বলিউডে অনেকেই চুপচাপ মেনে নেন পরিচালক, প্রযোজকদের সব শর্ত, সেখানে দাঁড়িয়েও দীপিকা কিন্তু চুপ থাকেননি, উলটে প্রথম থেকেই মুখের উপর জবাব দিয়েছিলেন বলিউডের মস্তানি।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। মডেলিং, বিজ্ঞাপন থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন দীপিকা। প্রথম থেকে টিনসেল টাউনের নজরে পড়েছিলেন তিনি। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেরিয়ার শুরুর দিকে বিজ্ঞাপনের এক পরিচালকের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন দীপিকা। দীপিকার কথায়, পরিচালক যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলায়, শুটিং ফ্লোর থেকে সোজা বেরিয়ে এসেছিলেন তিনি।




অন্তর্বাসের এক বিজ্ঞাপনের জন্য ফটোশুটে করতে ক্য়ামেরার সামনে এলেন দীপিকা। তখন তিনি মডেল নাম্বার ওয়ান। ক্য়ামেরার অন হতেই ফ্ল্যাশের ঝলক। একেকটা পোজে একেবারে কামাল দেখাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎই পরিচালক বলে উঠলেন, নাহ… ঠিক জমছে না। পরিচালকের মুখে এমন কথা শুনে দীপিকা তো অবাক।

তারপরই হঠাৎই পরিচালকের বলে উঠলেন, তোমার স্তন বেশ ছোট, এই বিজ্ঞাপনের জন্য বড় স্তন দরকার! পরিচালকের মুখে এমন কথা শুনে কিছুটা ব্যোমকে গিয়েছিলেন দীপিকা। তবে পরিচালক কিন্তু থামেননি। দীপিকাকে বললেন, তুমি চিন্তা করো না, এডিটের সময় তোমার স্তনযুগল বড় করে দেব! তবে এখানেই থামলেন না পরিচালক। দীপিকাকে নির্দেশ দিলেন, স্তন বাড়ানোর অপারেশন করতেও!

দীপিকা এই সাক্ষাৎকারে জানান, পরিচালকের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর। তবে পরিচালকের সঙ্গে কথা না বাড়িয়ে সোজা শুটিং ফ্লোর থেকে বেরিয়ে এসেছিলেন দীপিকা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই বিজ্ঞাপন তিনি আর করবেন না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours