মোদী লিখেছেন, ‘‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের ফোন এসেছিল। আমি আনন্দিত-উচ্ছ্বসিত। অতি সাম্প্রতিক নির্বাচনে তাঁর জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি এবং জি৭ বৈঠকে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছি।


’ সঙ্গে মোদী এও জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকেই কানানাস্কিসে জি৭ বৈঠকে যোগ দেবে ভারত। আর সেক্ষেত্রে ভারত অত্যন্ত আগ্রহী।


 'ভারত মুখিয়ে রয়েছে...' জি৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ পেয়েই পোস্ট মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


জি৭ সম্মেলনে আমন্ত্রণ জানাতে কানাডার প্রধানমন্ত্রী কার্নের ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যে এই সম্মেলনে যোগ দিতে আগ্রহী, সেকথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ধন্যবাদ জানালেন কানাডার প্রধানমন্ত্রীকেও।




মোদী লিখেছেন, ‘‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের ফোন এসেছিল। আমি আনন্দিত-উচ্ছ্বসিত। অতি সাম্প্রতিক নির্বাচনে তাঁর জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি এবং জি৭ বৈঠকে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছি।’’ সঙ্গে মোদী এও জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকেই কানানাস্কিসে জি৭ বৈঠকে যোগ দেবে ভারত। আর সেক্ষেত্রে ভারত অত্যন্ত আগ্রহী।

১৫-১৭ জুন দুদিন ব্যাপী জি৭ সম্মেলন আয়োজিত হতে চলেছে। আর এবারে আয়োজক কানাডা। আর সে কারণেই কানাডার প্রধানমন্ত্রী ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডোর জমানায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। সেক্ষেত্রে যেহেতু এবারের আয়োজক কানাডা, তাই ভারত আদৌ আমন্ত্রণ পাবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল। এতদিন পর্যন্ত কানাডার তরফ থেকে ফোন কিংবা ইমেল মারফত কোনও যোগাযোগ করা হয়নি। তাতে জল্পনা আরও তুঙ্গে ওঠে। বিষয়টিকে ইস্যু করে কংগ্রেস দিন তিনেক আগেই দাবি করে ফেলে, জি৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। এবার মোদী সামাজিক মাধ্যমে পোস্ট করে তাতে জল ঢাললেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours