ভৌগলিক কারণে নদিয়া জেলার অন্তর্গত গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রাম পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের সঙ্গে জুড়ে রয়েছে। মাঝে বয়ে চলা ভাগীরথী নদী ভাগ করেছে দুই পারকে। পূর্ব বর্ধমান জেলার সঙ্গে নদিয়া জেলার নয়াচর গ্রাম জুড়ে থাকায়, নদী পেরিয়ে নদিয়া জেলা থেকে যেতে হয় ভোট কর্মীদের।
নদীপথেই ব্যালট বক্সে পড়ে ছাপ্পা, উপ নির্বাচনের আগে উঠল বড় অভিযোগ
নদীর এপার-ওপার মিলিয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। আগামী ১৯ জুন ওই কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। তারই মধ্যে এবার সামনে এল বড় অভিযোগ। নদী পেরিয়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময়ই পড়ে যায় ছাপ্পা! এমনই অভিযোগ তুলছেন ওই কেন্দ্রের একাংশের ভোটার।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছুটা অংশ রয়েছে নদিয়ায়, কিছুটা বর্ধমানে। ফলে নদী পেরিয়ে ভোটকর্মীরা যান ব্যালট বা ইভিএম বাক্স নিয়ে। আবার ভোটগ্রহণ শেষে ব্যালট বা ইভিএম নিয়ে তাঁদের ফিরতে হয় সেই নদী পেরিয়েই। সঙ্গে থাকে পুলিশ, থাকেন সরকারি আধিকারিকরা। তবুও অভিযোগ ওঠে, মাঝপথেই কোথাও গুলিয়ে যায় নির্বাচনের হিসেব। মাঝপথেই নাকি চলে ছাপ্পা,পাল্টে যায় ব্যালট বা ইভিএমের হিসেব! বিরোধী দল বিজেপি এমনই অভিযোগ সামনে আনছে। তৃণমূলের বক্তব্য, এইসব মিথ্যা অভিযোগ, ভোটে হার জেনেই কুৎসা রটানো হচ্ছে বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল চন্দ্র মজুমদারের।
ভৌগলিক কারণে নদিয়া জেলার অন্তর্গত গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রাম পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের সঙ্গে জুড়ে রয়েছে। মাঝে বয়ে চলা ভাগীরথী নদী ভাগ করেছে দুই পারকে। পূর্ব বর্ধমান জেলার সঙ্গে নদিয়া জেলার নয়াচর গ্রাম জুড়ে থাকায়, নদী পেরিয়ে নদিয়া জেলা থেকে যেতে হয় ভোট কর্মীদের। সঙ্গে থাকে নদিয়া জেলার পুলিশ।
বিজেপির অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচন শেষে ব্যালট বা ইভিএম নিয়ে নৌকায় নদিয়া জেলায় ফিরতে ফিরতে লুঠ হয় ভোট, চলে ছাপ্পা। বিজেপির মণ্ডল সভাপতি উপেন সরকারের দাবি, শাসক দল ঘনিষ্ঠ পুলিশ প্রশাসন সব জেনেও থাকে নির্বিকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ‘অপপ্রচার ও কুৎসা’ বলে উড়িয়ে দিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours