-মাধ্যমিক (HS) শেষ হলেও এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয়নি। কবে থেকে এই ভর্তি শুরু হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বিকাশ ভবন সূত্রে তা জানা গেল। জানা যাচ্ছে, জুন মাসেই খুলতে পারে কলেজে ভর্তির পোর্টাল।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জুন মাসের বারো দিন পেরিয়ে গিয়েছে,তারপরও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। সেই সময়ও তিনি আশ্বস্ত করেছিলেন যে গত বছর ১৯ জুন শুরু হয়েছিল, এবার তার আগেই শুরু হবে।
ব্রাত্য বসু জানান, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে। ইউজিসি-র যে গাইডলাইন আছে, সেটা মেনেই সবটা করা হচ্ছে। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেটা চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।” এরপর আজ বৃহস্পতিবার বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৭ই জুন খুলতে পারে অ্যাডমিশন পোর্টাল। বিকেল চারটে থেকে খুলবে কলেজ ভর্তির এই পোর্টাল।
প্রসঙ্গত, ২০২৪-এও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলিতে ভর্তি নেওয়া হয়। ফলে সেমিস্টারের অনেকগুলো দিন নষ্ট হয়। পড়ুয়াদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। এবারও তেমনটা হবে না তো? আশঙ্কায় রয়েছেন পড়ুয়ারা। অন্যদিকে, হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলা চলায় সেই সংরক্ষণের জটিলতাও একটা বড় কারণ হয়ে উঠেছে।
Post A Comment:
0 comments so far,add yours