গলা দিয়ে গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, যুবক খুনে
গত ৪ তারিখ রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। জানা যায়, ওই যুবকের নাম দেবজ্যোতি সিং। তিনি জামুড়িয়া থানার নিঘার বাসিন্দা।
গলা দিয়ে গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, যুবক খুনে গ্রেফতার মহিলা সহকর্মীর
গ্রেফতার মহিলা সহকর্মী
রাস্তার ধার থেকে উদ্ধার হয় যুবকের গলা কাটা দেহ। পরিবার প্রথম থেকেই দাবি করছিলেন, বছর সাতাশের দেবজ্যোতি সিংয়ের কোনও শত্রু ছিল না। তাহলে কী কারণ থাকতে পারে? ধন্দে ছিলেন তদন্তকারীরাও। এবার এর নেপথ্যে উঠে এল এক তরুণীর নাম। কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে যুবকের গলাকাটা দেহ উদ্ধারে গ্রেফতার তাঁরই এক সহকর্মী যুবতী। ধৃতের নাম পাম্পি শর্মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ তারিখ রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। জানা যায়, ওই যুবকের নাম দেবজ্যোতি সিং। তিনি জামুড়িয়া থানার নিঘার বাসিন্দা। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতির সহকর্মী পাম্মি শর্মার (২৩) বিরুদ্ধে।
পম্পি পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা। পম্পিই এই যুবকের সঙ্গে যুক্ত বলে সন্দেহ মৃত যুবকের পরিবারের। এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে বুধবার বিকালে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডেকে পাঠায়। এরপর দীর্ঘ জেরার পর পম্পির কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। সকাল ১১টায় অভিযুক্ত পাম্মি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।
Post A Comment:
0 comments so far,add yours