রামগঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 

দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত ৩ যুবকের অবশেষে পরিচয় জানা সম্ভব হল। মৃত তিন যুবকের নাম সুব্রত মন্ডল (২৪), দীপঙ্কর মন্ডল (১৯), ও মোস্তাকিন (৩২)। আহত আরেক যুবকের নাম সঞ্জয় মন্ডল (১৯)। প্রত্যেকেরই বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকায়। আহত যুবকের ভাই জানায় অভাব অনটনে এনারা প্রত্যেকেই পাথরপ্রতিমায় এসেছিল কন্টাকটারের আন্ডারে কাজ করতে। ঢোলাহাট থানার গঞ্জের বাজার এলাকার যশোদা মোড়ে গভীর নলকূপ বসানোর কাজেই এই চারজন কন্টাকটারের কাছে কাজ করতে এসেছিল ।


 গতকাল মোটরসাইকেল নিয়ে রামগঙ্গায় রথ দেখতে এসেছিল আর তার পরে ফেরার পথেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। রামগঙ্গা অর্জুন মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনা বসত রাস্তার পাশে থাকা নর্দমায় পরে যায় ওই চার যুবক। এই ঘটনায় মৃত ৩, গুরুতর আহত একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসকেরা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours