মৌলবাদীদের ফতেয়ায় আটকে যাবে জগন্নাথের রথের চাকা? বেনজির সিদ্ধান্ত বাংলাদেশে

 ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছোট-বড় মিলিয়ে ৫০টিরও বেশি রথ বের হয়। তবে এই বছর আর রথযাত্রা করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


মৌলবাদীদের ফতেয়ায় আটকে যাবে জগন্নাথের রথের চাকা? বেনজির সিদ্ধান্ত বাংলাদেশে
বাংলাদেশে গড়াবে রথের চাকা?


নতুন বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত। হাসিনা সরকারের পতনের পর এবং ইউনূস জমানা শুরু হতেই বাংলাদেশে অত্যাচারের শিকার হচ্ছে হিন্দু ও সংখ্যালঘুরা। টালমাটাল বাংলাদেশে এবার অনিশ্চিত রথযাত্রা। একাধিক ফতোয়া জারি করেছে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি।

ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছোট-বড় মিলিয়ে ৫০টিরও বেশি রথ বের হয়। তবে এই বছর আর রথযাত্রা করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মৌলবাদী সংগঠনগুলির ফতোয়ায় আশঙ্কায় বাংলাদেশের ইস্কন। কলকাতার ইস্কন থেকে ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল বলে সূত্রের খবর।

এটিও পড়ুন
ন্যাড়া মাথায় ফেসবুকে ছবি পোস্ট দেবলীনার, কী কারণে জানুন
রেললাইনের দখল নিলেন একাই! মহিলা ছোটালেন SUV,থামাতে গিয়ে হিমশিম খেল পুলিশ
দিনের পর দিন বিয়ারের মতো নিজের মূত্র পান করেছেন এই বলিউড অভিনেতা, তারপর
তবে যেভাবে মৌলবাদী সংগঠনগুলির হাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তাতে ভয় কেউ রথ বের করতে সাহস পাচ্ছে না বলেই দাবি কলকাতা ইস্কনের। এই অবস্থায় দাঁড়িয়ে রথযাত্রা কার্যত যে অনিশ্চিত, তা মেনে নিচ্ছেন কলকাতা ইস্কনের সহ-সভাপতি রাধারমন দাস।

তিনি জানান, রথ নিয়ে বেরলে আক্রান্ত হওয়ার ভয় থাকছে। ইতিমধ্যেই রথযাত্রা নিয়ে নানা ফতোয়া জারি করা হয়েছে যেমন- মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না। আজান শুরু হলে রাস্তায় রথ থাকবে না। বাড়িতে রথ ঢুকিয়ে নিতে হবে। এইধরনের একাধিক উদ্দেশ্য প্রণোদিত ফতোয়া জারি করা হয়েছে যা আসলে রথযাত্রায় বাধা সৃষ্টি করার জন্যই, এমনটাই দাবি ইস্কন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাসের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours