গত মার্চে ফুরফুরা শরিফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে যোগ দিয়েছিলেন। সেখানেই মমতার পাশে দেখা গিয়েছিল কাশেম সিদ্দিকীকে।


প্রকাশ্যে তো নয়, কোথায় গিয়ে তৃণমূলে যোগ দিলেন কাশেম সিদ্দিকী?
কাশেম সিদ্দিকী


কলকাতা: কাশেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক পদে এনে বড় চমক দিয়েছে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কাশেম সিদ্দিকী কবে তৃণমূলে যোগ দিলেন? এই প্রশ্ন সামনে আসছে।

জানা যাচ্ছে, প্রকাশ্যে দলে যোগদান না করেই রাজ্য সাধারণ সম্পাদক পদ পেয়ে গেলেন কাশেম সিদ্দিকী। দলীয় সূত্রে খবর প্রকাশ্যে নয়, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দলে যোগ দিয়েছেন কাশেম। এই রকম উদাহরণ তৃণমূলে বিরল। সাধারণত তৃণমূলের দলীয় কার্যালয়ে বা কোনও সভায় যোগদান করে থাকেন নেতারা। কাশেমের ক্ষেত্রে যে বিষয়টা সাধারণ নয়, তা বোঝাই যাচ্ছে।

মনে করা হচ্ছে, আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস কাশেম সিদ্দিকী। দলের অন্দরের জল্পনা ভাঙড়ে নওশাদের বিরুদ্ধেই কাশেমকে প্রার্থী করতে পারে দল। সোমবার তৃণমূলের যে রদবদলের তালিকা প্রকাশ হয়েছে, সেখানেই রাজ্য় সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাশেমকে।

গত মার্চে ফুরফুরা শরিফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী। অনেক পীরজাদাকেই সেদিন দেখা যায়নি। তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে। তারপর থেকেই শুরু হয় জল্পনা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours