নামের শেষে খান পদবী তিনি ব্যবহার করেন ঠিকই, কিন্তু মুসলমান হননি। জানেন কি, করিনা কিন্তু কাপুর পরিবারের হিন্দু ধর্মও মানেন না। তা হলে কে করিনার আরাধ্য ঈশ্বর?


বাবা-মা হিন্দু, স্বামী মুসলমান, করিনার ধর্ম জানলে অবাক হবেন



কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান বিয়ে করেছেন পতৌদি (নবাব) পরিবারের ছোটে নবাব সইফ আলি খানকে। সইফের বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা। গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। তাঁর নামও পাল্টেছিল। হয়েছিলেন আয়েশা বেগম। যদিও সেই নাম পতৌদি প্যালেসের আশপাশেই উচ্চারিত হয়েছে। বলি অন্দরে আর অনুরাগীদের কাছে আজও শর্মিলা শর্মিলাই। তবে সেই পরিবারে বিয়ে করে এসে করিনাকে ধর্ম পাল্টাতে হয়নি। নামের শেষে খান পদবী তিনি ব্যবহার করেন ঠিকই, কিন্তু মুসলমান হননি। জানেন কি, করিনা কিন্তু কাপুর পরিবারের হিন্দু ধর্মও মানেন না। তা হলে কে করিনার আরাধ্য ঈশ্বর?


কিছুদিন আগে করিনার বড় ছেলে তৈমুরের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভা একটি পডকাস্টের অংশ হয়েছিলেন। পতৌদি পরিবার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে অনেক অজানা কথাই সামনে এনেছেন তিনি। জানিয়েছেন, করিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তাঁর মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তা হল খ্রিস্টান। যিশুই করিনার আরাধ্য দেবতা।

অনেকেই হয়তো জানেন, কাপুরদের পরিবারে বড়দিন বড় করে পালন করা হয়। প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর তাঁদের বাড়িতে ক্রিসমাস লাঞ্চের আয়োজন করা হয়। সকল সদস্য অংশগ্রহণ করেন সেই লাঞ্চে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours