ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। স্থানীয় সোর্স কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে, বিক্রম মহিলার হার ছিনিয়ে পালিয়েছেন। কিন্তু, কোথায় পালিয়েছেন? সেই খোঁজে নেমেই চমকে যায় পুলিশ।
স্মার্ট' ছিনতাইবাজ, গ্রেফতারি এড়ানোর কৌশল জানলে চমকে যাবেন
গ্রেফতারি এড়াতে কী করেছিলেন ছিনতাইবাজ?
ভরসন্ধেয় মহিলার গলা থেকে হার ছিনিয়ে পালিয়েছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। কিন্তু, কোথায় ছিনতাইবাজ? পুলিশের হাত থেকে বাঁচতে তিনি যে কৌশল নেন, তা শুনলে চমকে যাবেন। তবে এত কৌশল নিয়েও শেষরক্ষা হয়নি। ধরা পড়েন ওই ছিনতাইবাজ। সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের নাম নাম বিক্রম প্যাটেল ওরফে সিন্টু।
গ্রেফতারি এড়াতে কী কৌশল নিয়েছিলেন বিক্রম?
স্কুলের ঘণ্টা চুরি করে নিয়ে পালাল চোর! কারণ জানলে অবাক হবেন
ঐশ্বর্যের ফোনের ওয়ালপেপারে কার ছবি থাকে জানেন?
মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে উত্তমকে ফোন তরুণ কুমারের, ভাইয়ের কথা শুনে আবেগে কণ্ঠরুদ্ধ দাদার! কী বলেছিলেন বুড়ো?
পুলিশ জানিয়েছে, বিক্রম পেশাদার ছিনতাইবাজ। টালিগঞ্জ থানা এলাকায় বাড়ি। একাধিক ঘটনায় জেল খেটেছেন। বিক্রমের মাদকাসক্তি রয়েছে। রিহ্যাব সেন্টারেও সময় কাটিয়েছেন। গত ২৪ জুন ভবানীপুর থানা এলাকায় এক মহিলার হার ছিনতাই করে পালান বিক্রম। শম্পা মিত্র নামে বছর পঞ্চান্নর ওই মহিলা পুলিশকে জানান, ঘটনার দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফুটপাথ দিয়ে একা হাঁটছিলেন তিনি। তখন এক দুষ্কৃতী আচমকা তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালায়। হারটির ওজন ১৫ গ্রাম ছিল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। স্থানীয় সোর্স কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে, বিক্রম মহিলার হার ছিনিয়ে পালিয়েছেন। কিন্তু, কোথায় পালিয়েছেন? সেই খোঁজে নেমেই চমকে যায় পুলিশ।
পুলিশ জানতে পারে, সোনারপুরে একটি রিহ্যাব সেন্টারে আশ্রয় নিয়েছেন বিক্রম। এর আগেও রিহ্যাব সেন্টারে থাকার সূত্রে তিনি জানতে পারেন, রিহ্যাব সেন্টারে থাকলে নাকি গ্রেফতারি এড়ানো সম্ভব। দোষ মাফ হয়ে যায়। সেজন্যই রিহ্যাব সেন্টারে গিয়ে আশ্রয় নেন। সেই রিহ্যাব সেন্টার থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশকে বিক্রম প্যাটেল জানান, সূর্যকুমার স্ট্রিটে এক স্বর্ণব্যবসায়ীকে তিনি একটি সোনার হার বিক্রি করেছেন। তবে ওই হারটি তাঁর স্ত্রীর বলে দাবি করেন। পুলিশ এরপর ওই স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে হারটি উদ্ধার করে।
Post A Comment:
0 comments so far,add yours