শুক্রবার ট্রাম্প নিজেই দাবি করেন, তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। তিনি বলেন, "আমার চার-পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা আমাকে দেবে না, শুধু লিবারালদেরই নোবেল দেওয়া হয়।"


নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল পাকিস্তান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


 ‘আমার তো নোবেল পাওয়া উচিত ছিল’, শুক্রবারই এ কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক কয়েক ঘণ্টা পরই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান। সম্প্রতি পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তাতে মধ্য়স্থতা করেছেন বলে দাবি করেন ট্রাম্প। যদিও ভারত বারবার বলেছে, সামরিক অভিযান থামানো হয়েছে পাকিস্তানের আর্জিতেই, ট্রাম্পের কথায় নয়। তবু কৃতিত্বটা ট্রাম্পই দাবি করে থাকেন। সেই কারণেই এই মনোনয়ন দিল পাকিস্তান।


২০২৬-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করে, কারণ হিসেবে পাকিস্তান উল্লেখ করেছে ভারত-পাকিস্তান সংঘাত থামাতে ট্রাম্পের কূটনৈতিক সিদ্ধান্তের কথা। এক্স মাধ্যমে মনোনয়নের কথা জানিয়ে পাক প্রশাসন দাবি করেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত থামাতে বড় ভূমিকা নিয়েছেন ট্রাম্প।

শুক্রবার ট্রাম্প নিজেই দাবি করেন, তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। তিনি বলেন, “আমার চার-পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা আমাকে দেবে না, শুধু লিবারালদেরই নোবেল দেওয়া হয়।”

দিল্লির তরফে যখন বারবার বার্তা দেওয়া হয়েছে যে সংঘর্ষ-বিরতিতে ট্রাম্পের কোনও ভূমিকা ছিল না, তখন ট্রাম্প বলেছেন, “আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। আমি পাকিস্তানকে ভালবাসি। মোদী একজন দারুণ মানুষ। আমি ওঁর সঙ্গে গতকাল কথা বলেছি। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য-চুক্তি করতে চলেছি। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ আমিই থামিয়েছি।”

এটাই প্রথমবার নয়, এর আগেও ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে পুরস্কার পাননি তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তি পুরস্কার পেয়েছিলেন ২০০৯ সালে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours