শেফালি জরিওয়ালা সম্প্রতি অ্যান্টি-এজিং চিকিৎসা করিয়ে ছিলেন। যার জন্যে তিনি ভিটামিন সি ও গ্লুটাথায়োন নিতেন। জানা গিয়েছে, মৃত্যুর দিন দুপুরে তিনি ওই ইনজেকশন নেন এবং রাতে তাঁর রক্তচাপ হঠাৎ কমে গিয়ে শরীর কাঁপতে শুরু করে।


দুপুরেই শেফালি নিয়েছিলেন এই ইনজেকশন, যৌবন ধরে রাখার চেষ্টাই কাড়ল প্রাণ?




অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা মৃত্যু যেন বর্তমানে রহস্য। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত শুক্রবার রাতে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর স্বামী পরাগ ত্যাগী তাঁকে তড়িঘড়ি আন্দেরির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

তবে কেন এই মৃত্যু? মুম্বই পুলিশ সূত্রে খবর, শেফালির ময়নাতদন্ত করা হয়েছে, তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তাই আপাতত অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (ADR) নথিভুক্ত করা হয়েছে। পুলিশের কথায়, প্রাথমিকভাবে একে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে এবং কোনও অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি। তবে, ফরেনসিক দল তাঁর বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং তদন্তে একাধিক ব্যক্তির বয়ানও রেকর্ড করা হয়েছে।



সূত্র অনুযায়ী, শেফালি জরিওয়ালা সম্প্রতি অ্যান্টি-এজিং চিকিৎসা করিয়ে ছিলেন। যার জন্যে তিনি ভিটামিন সি ও গ্লুটাথায়োন নিতেন। জানা গিয়েছে, মৃত্যুর দিন দুপুরে তিনি ওই ইনজেকশন নেন এবং রাতে তাঁর রক্তচাপ হঠাৎ কমে গিয়ে শরীর কাঁপতে শুরু করে। সে সময় তিনি উপবাসে ছিলেন এবং খালি পেটে ওষুধ খাওয়ার ফলে তাঁর অবস্থার অবনতি ঘটার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যদিও সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours