মাঝ সমুদ্রে কন্টেইনার জাহাজে আগুন, উদ্ধারে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী 

কোচির ১৩০ নর্থ-ওয়েস্টে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম ভি ওয়ান হাই ৫০৩ (MV Wan Hai 503) -তে আগুন লাগার পর একটি বড়সড় অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান চলছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আগুন নেভাতে এবং ক্রুদের উদ্ধারে সহায়তা করার জন্য একাধিক সরঞ্জাম মোতায়েন করেছে। জাহাজটি এখনও ঘন ধোঁয়া নির্গত করছে, যার ফলে দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।


এর মধ্যে ১৮ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজায় অনুসন্ধান অভিযান চলছে। সিঙ্গাপুর পতাকা প্রশাসন এবং ডিজি শিপিংকে অবহিত করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ব্যবস্থা শুরু করা হচ্ছে। পরিস্থিতি এখনও সংকটজনক। জাহাজটিকে স্থিতিশীল করার এবং বাকি ক্রু সদস্যদের এবং মেরিন পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 

ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours