ট্রায়ালের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল প্রস্তুতি। তবে এই এসি লোকাল ট্রেন কোন-কোন স্টেশনে থামবে, তা এখনো পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এসি ট্রেন।


রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে AC লোকাল, কোথায় কোথায় স্টপেজ?
এসি লোকাল ছুটবে


তীব্র গরমে বরাবরই হাসফাঁস হতে হয় সাধারণকে। সেই গরমের মধ্যেই অফিস কিংবা দরকারি কাজে বেরতে হয় সকলকে। প্রবল গরম থেকে যাত্রীদের বাঁচাতে বড় উদ্যোগ নিল রেল। যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হতে চলেছে AC লোকাল ট্রেন।


ট্রায়ালের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল প্রস্তুতি। তবে এই এসি লোকাল ট্রেন কোন-কোন স্টেশনে থামবে, তা এখনো পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এসি ট্রেন।

এটিও পড়ুন
হানিমুনে গিয়ে ফ্লাইট ধরে ফিরে আসতে চেয়েছিলেন ইমন চক্রবর্তী! পাহাড়ের বুকে কী ঘটেছিল?
টাবুর সঙ্গে নাগার্জুনের পরকীয়া? মুখ খুলেছেন নাগার্জুনের স্ত্রী
বাচ্চাটা দেখল, বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করল মায়ের প্রেমিক
নিত্যযাত্রীদের দাবি, তীব্র গরমে খুবই কষ্ট হয় যাতায়াতের জন্য। আর সেইখানে ট্রেনে যাওয়া-আসা যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয়। এই ট্রেন চালু হলে আর সেই অস্বস্তি থাকবে না। স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যেতে পারবে নিত্যযাত্রীরা।

উল্লেখ্য, রেল আগেই জানিয়েছিল শিয়ালদহ থেকে এসি লোকাল চালু হবে। আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছানোর পরেই খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই উদ্যোগ রেলের। সংশ্লিষ্ট দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার-গার্ডের কাছে। তাঁরাই ট্রেনের বগিগুলির দরজা পরিচালনা করবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours