NOTAM হল একটি আইনি বিজ্ঞপ্তি, যার অর্থ নির্দিষ্ট সময়ে বা দিনে বিমানগুলিকে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে হবে।
Andaman-Nicobar: ফের জারি NOTAM, আন্দামানের আকাশ ফাঁকা করে দেওয়া হচ্ছে, কী এমন হল হঠাৎ!
ফাইল ছবি

সারা দেশের মানুষের অন্যতম পছন্দের পর্যটনস্থল আন্দামান। গরমের ছুটিতে অনেকেই সেখানে যাচ্ছেন এখন। আচমকা সেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য জারি হল নোটাম (NOTAM)। ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ। সম্প্রতি ভারত-পাকিস্তান অশান্তির আবহে দেশে নোটাম জারি করা হয়েছিল। সংঘর্ষবিরতি হওয়ার পর ফের একবার সেই একই নির্দেশ!


আগামী ২৩ ও ২৪ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। অর্থাৎ ওই দু দিন আন্দামানের আকাশে কোনও বিমান উড়বে না। কারণ এখনও স্পষ্ট নয়, তবে সূত্রের খবর, কোনও মিসাইল পরীক্ষা করা হবে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।


NOTAM হল একটি আইনি বিজ্ঞপ্তি, যার অর্থ নির্দিষ্ট সময়ে বা দিনে বিমানগুলিকে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে হবে। এর আগেও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এভাবে নোটাম জারি করতে দেখা গিয়েছে।

গত বছর এপ্রিল মাসে এই আন্দামান থেকেই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল বায়ুসেনা। সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ওই মিসাইল ছোড়া হয়েছিল, যার রেঞ্জ ছিল ২৫০ কিলোমিটার। এছাড়া ব্রহ্মোস মিসাইলও পরীক্ষা করা হয়েছিল এই আন্দামান থেকেই। এবার কোন মিসাইল নিক্ষেপ করা হবে, সেই তথ্য প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহে এই পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours