ট্রাভেল উইথ জো' নামে ইউটিউব চ্যানেল রয়েছে জ্য়োতি মালহোত্রার। গত বছর পাকিস্তানি হাই কমিশনার এহসান-উর-রহমান ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয় হয়।


ISI এজেন্টের সঙ্গে বিদেশ ট্যুর থেকে নিয়মিত যৌন সম্পর্ক! পাকিস্তানের হাই কমিশনারই আসল 'গেম' খেলেছিল? ইউটিউবার জ্যোতির ভিডিয়ো থেকেই মিলল সব প্রমাণ
পাক প্রতিনিধির সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের নানা গোপন তথ্য ইসলামাবাদের কাছে পাচার করছিল ইউটিউবার, এমনটাই অভিযোগ। আইএসআই এজেন্টের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। ইউটিউবারের ফোন থেকে তাঁর নম্বরও পাওয়া গিয়েছে। জ্য়োতির সঙ্গে যে পাকিস্তানের যোগ ছিল, তার প্রমাণ মিলল তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিয়ো থেকেই।

জানা গিয়েছে, গত বছর নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন ইউটিউবার জ্যোতি। সেখানে তিনি যে ভ্লগ বানিয়েছিলেন, সেখানেই তাঁকে পাকিস্তানে যাওয়ার আগ্রহ দেখাতে দেখা যায়। এমনকী, যার সঙ্গেই দেখা হচ্ছিল, তাকেই পাকিস্তানের ভিসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন জ্যোতি।

‘ট্রাভেল উইথ জো’ নামে ইউটিউব চ্যানেল রয়েছে জ্য়োতি মালহোত্রার। গত বছর পাকিস্তানি হাই কমিশনার এহসান-উর-রহমান ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয় হয়। এই দানিশের সঙ্গে হাত মিলিয়েই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করত জ্যোতি। তার সঙ্গে তিনবার পাকিস্তানেও গিয়েছে। ভারতে দানিশই স্পাই নেটওয়ার্ক চালাত।


ভিডিয়োয় তাঁর সঙ্গে দানিশ ও তার স্ত্রীকে এমনভাবে কথা বলতে দেখা গিয়েছে, যা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে আগে থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। হরিয়ানার হিসারে তাঁর বাড়িতেও দানিশ ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল জ্যোতি মালহোত্রা।

ওই ইফতার পার্টির অনুষ্ঠানে চিনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গেও দেখা করে জ্যোতি। তাদের কাছেও ভিসা চায়। এই ইউটিউবারের ফোন থেকে এক আইএসআই এজেন্টের নম্বরও পাওয়া গিয়েছে। রানা শাহবাজ নামক ওই আইএসআই এজেন্টের নম্বর নিজের ফোনে জাট রানধওয়া বলে সেভ করে রেখেছিল জ্যোতি। এমনকী, তার সঙ্গে ইন্দোনেশিয়াও ঘুরতে গিয়েছিল।

প্রসঙ্গত, পাক হাই কমিশনার দানিশকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পার্সন নন-গ্রান্টা ঘোষণা করেছে ভারত সরকার এবং ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours