কুলপিতে পুরনো আক্রোশের জেরে গৃহবধূকে শাবল দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার ২
পুরনো আক্রোশ থেকে গৃহবধূকে শাবল দিয়ে কুপিয়ে খুন।দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রাজারামপুর এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত গৃহবধূ লুৎফন্নেসা বিবি। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী যুবক সানোয়ার মোল্লা ও তার মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুৎফন্নেসা বিবির পরিবারের সাথে প্রতিবেশী সানোয়ার মোল্লার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবার দুপুরে গৃহবধূ লুৎফুন্নেসা বিবি নলকূপ থেকে জল আনতে যাওয়ার পথেই রাস্তায় উপর শাবল দিয়ে আক্রমণ চালায় অভিযুক্ত যুবক সানোয়ার মোল্লা।
পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours