*দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক*

মগরাহাট: দুর্যোগ মোকাবিলা করতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার দুপুরে মগরাহাট ব্লক প্রশাসনিক আধিকারিক ভবনে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। উক্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়িকা নমিতা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক প্রশাসনিক আধিকারিক তুহিন শুভ্র মাহান্তি এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সুদীপ্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক প্রাথমিক হাসপাতালের চিকিৎসকেরা এবং পশু চিকিৎসকেরা।  অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বৈঠক করা হয়। 



ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর শুরুতে জানা গিয়েছে বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় এছাড়াও আর কয়েক মাস পরে রাজ্যে প্রবেশ করছে বর্ষা। বর্ষার সময় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হানা দেয়। প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় হানা দিলে সেই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে এলাকাবাসীদের এবং গবাদি পশুদের রক্ষা করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় এলাকাবাসীদের  নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বিভিন্ন স্কুলগুলি এবং ত্রান আগেভাগে চিহ্নিত করা হয়। দুর্যোগ মোকাবিলায় যাতে ত্রাণ শিবির গুলিতে পর্যাপ্ত পরিমাণের শুকনো খাবার ও পানীয় জল যাতে মজুদ থাকে সে কথা মাথায় রেখে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের আগে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন এবং প্রাকৃতিক বিপর্যয়ের পর এলাকায় বিদ্যুৎ পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রায় সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঝড়ো হবার দাপটের জেরে সুন্দরবনের প্রান্তিক এলাকার বিভিন্ন গ্রামগুলিতে ইলেকট্রিকের পোস্ট এবং ইলেকট্রিকের তার ছিড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার হাত থেকেও যাতে এলাকাবাসীদের রক্ষা করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য মগরাহাট ব্লক প্রশাসন কার্যত প্রস্তুত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours