হাওয়া অফিস বলছে, দ্রুত গতিতে ছুটে আসছে 'বর্ষা এক্সপ্রেস'। সময়ের অনেক আগেই বর্ষা আসছে বাংলায়। দু থেকে তিনদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে উত্তরবঙ্গ-সিকিমে। অপরদিকে আজ থেকেই বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে কেরালায়।


সময়ের আগেই দৌড়ে ঢুকে পড়ল বর্ষা, বাংলার আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, সতর্ক করল হাওয়া অফিস, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
কী বলছে আবহাওয়া দফতর?

তপ্ত গরমে পুড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ষা কবে আসবে? বৃষ্টি কবে হবে এই নিয়ে প্রশ্নের শেষ ছিল না। একেবারে গলদঘর্ম অবস্থা ছিল বাঙালির। তবে এই সব প্রশ্নের আড়ালেই বড় খবর দিল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস বলছে, দ্রুত গতিতে ছুটে আসছে ‘বর্ষা এক্সপ্রেস’। সময়ের অনেক আগেই বর্ষা আসছে বাংলায়। দু থেকে তিনদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে উত্তরবঙ্গ-সিকিমে। অপরদিকে আজ থেকেই বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে কেরালায়। আবহাওয়া অফিস বলছে, যে সময় বর্ষা আসে তার ঠিক আট দিন আগেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। বর্ষা চলে এসেছে উত্তর-পূর্ব ভারতেও মিজোরাম,তামিলনাড়ু, কর্নাটকের কিছু অংশে হাজির বর্ষা।

তবে বর্ষার আসার আগেই বাংলার আকাশে কালো মেঘ। আগামী সপ্তাহের তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শুক্রবার দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি। পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours