শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের।

একেই বলে স্বেচ্ছাচার! দুম করে ভারতের সঙ্গে ১৮০ কোটির চুক্তি বাতিল করে দিল ইউনূস সরকার


 বাংলাদেশে নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনের জন্য চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপর। এরই মধ্যে ভারতীয় সংস্থার সঙ্গে হওয়া চুক্তি বাতিল করল বাংলাদেশ।


শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের। কথা ছিল বাংলাদেশের জন্য ‘ওশান-গোয়িং টাগ’ তথা বিশেষ ধরনের জাহাজ নির্মাণ করবে এই সংস্থা। ১৮০ কোটি টাকার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। আচমকা সেই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে।

জাহাজের অর্ডার হঠাৎ কেন বাতিল করা হল, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনও বক্তব্য ব্যাখ্যা পাওয়া যায়নি। মনে করা হচ্ছে হাসিনার আমলের অন্যান্য অর্ডার যেমন বাতিল করা হয়েছে, তেমনই এটিও বাতিল করা হয়েছে।


ওশান-গোয়িং টাগ হল এক শক্তিশালী জাহাজ। এগুলিকে টাগবোটও বলা হয়। মাঝ সমুদ্র থেকে আকারে বড় জাহাজকে এটি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশ ভারতীয় সংস্থাকে যে জাহাজ তৈরি করতে দিয়েছিল, তার দৈর্ঘ্য ৬১ মিটার ও প্রস্থ ১৫.৮ মিটার হওয়ার কথা ছিল। গভীরতা হওয়ার কথা ছিল প্রায় ৭ মিটার। বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ। ঘন্টায় সর্বোচ্চ ১৩ নটিক্যাল মাইল গতিবেগ হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours