পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, "আমরা ১৪ দিন তাদের সময় দিয়েছি। আশা করেছিলাম, পাকিস্তান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে। তা হয়নি। ১৪ দিন অপেক্ষার পর ভারতীয় সেনা প্রত্যাঘাত করে। শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এটাই ভারত।"
নতজানু হব না', জাপানে দাঁড়িয়ে ভারতের সংজ্ঞা বোঝালেন অভিষেক
টোকিয়োতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে দেশে দেশে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল। তেমনই একটি দলের প্রতিনিধি হিসেবে জাপানে গিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন টোকিয়োতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভারত ভয়ের কাছে নতজানু হবে না। তুমি যে ভাষা বোঝো, সেই ভাষাতেই আমরা জবাব দেব।” একইসঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, প্রতিনিধি দলের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হলেও দেশের কথা উঠলে সবাই এক।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে জঙ্গি সংগঠন। যারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। জঙ্গি হামলার জবাব দিয়ে ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। তবে পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কিংবা পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করা হয়নি।
ভারতীয় সেনার সেই অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদকে পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি বিশ্বের দরবারে তুলে ধরতে পদক্ষেপ করেছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি দল যাচ্ছে। জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান গিয়েছেন অভিষেক।
Post A Comment:
0 comments so far,add yours