শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


টিম ইন্ডিয়ার মতো', নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর মোদীর
নীতি আয়োগের বৈঠকে স্ট্যালিন, মোদী, নায়ডু (বাঁদিক থেকে)


টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুখোমুখি বৈঠকে কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোর দিলেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে প্রশাসনের সব স্তরে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করার আহ্বান জানান।

শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অবশ্য ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গরহাজির ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। গত বছর নীতি আয়োগের বৈঠকের মাঝপথে বেরিয়ে এসেছিলেন মমতা। তিনি অভিযোগ করেন, বক্তব্যের মাঝে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজ হয় না বলেও তিনি অভিযোগ করেছিলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours