চলতি সপ্তাহের মঙ্গলবারই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পিছনোর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। এবার সেনা প্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন।


খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে, ইউনূসের বিদায়ের সময় বেধে দিলেন সেনা প্রধান!
ইউনূসকে চরম বার্তা সেনা প্রধানের।


ধিকি ধিকি করে ক্ষোভের আগুনটা জ্বলছিল অনেকদিন ধরেই। এবার বিস্ফোরণ ঘটল। বাংলাদেশে ইউনূস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাফ জানালেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। রাখাইন করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনা প্রধান।

গত বছর অগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে না। তাদের প্রধান দায়িত্বই ছিল, দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা। কিন্তু ইউনূস সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে টালবাহানা করে চলেছে।

চলতি সপ্তাহের মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পিছনোর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। এবার সেনা প্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন।


বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে“। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল সুষ্ঠভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্যে।

অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায়, তাও কড়া গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার। একইসঙ্গে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডর তৈরির প্রসঙ্গেও আক্রমণ করেছেন ইউনূসকে। সাফ বলেছেন, রাখাইনে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে করতে হবে।

মহম্মদ ইউনূস চান না সেনা প্রধান পদে থাকুক জেনারেল ওয়াকার। তাই বহির্শক্তির ব্যবহার করে তাঁকে পদ থেকে সরাতে চাইছেন, ঘনিষ্ঠ মহলে এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান। সূত্রের খবর, সেই কারণেই সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা ও নৌসেনাকে পাশে নিয়ে কড়া বার্তা দিলেন। সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইউনূস সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে, তা আর বরদাস্ত করবে না সেনা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours