মদ, গুটখা কেড়ে নিল মুকুল দেবের প্রাণ? মুখ খুললেন কাছের মানুষ
হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন মুকুল। তাঁর শেষ ছবি 'অন্ত'। যা মুক্তি পায় ২০২২ সালে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।
মদ, গুটখা কেড়ে নিল মুকুল দেবের প্রাণ? মুখ খুললেন কাছের মানুষ
আচমকাই বলিউডে শোকের ছায়া। অকালে ঝরে গেল আরেকটি প্রাণ। হ্য়াঁ, শুক্রবার মধ্যরাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মুম্বইয়ের এক হাসপাতালেই দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসার পর শেষমেশ মৃত্যুর কাছে হার মারলেন মুকুল। তবে এখনও তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঠিক কী অসুস্থতায় ভুগছিলেন মুকুল তা এখনও স্পষ্ট নয়। ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন অভিনেতা রাহুল দেবও। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করেননি তিনি।
অন্যদিকে, প্রিয় বন্ধুর মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা বিন্দু দারা সিং। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ”সম্প্রতি মুকুলের ওজন খুব বেড়ে গিয়েছিল। তবে মুকুল চেষ্টা করছিল নিজেকে ফিরে আসার। ফিট থাকার। তবে একাকিত্ব ওকে ঘিরে ধরেছিল। প্রচুর মদের নেশা ছিল, গুটখাও খেত। কিন্তু তার থেকেও বড় সমস্যা ছিল একাকিত্ব। আর এই একাকিত্ব দূর করতেই নেশায় ডুবে থাকত।” বিন্দু দারা সিং জানান, ”মুকুলের একমাত্র মেয়েও ওর সঙ্গে থাকত না। ফের সিনেমায় ফেরার চেষ্টা করছিল। কিন্তু সন অফ সর্দার মুক্তি পাওয়ার আগেই চলে গেল।”
দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল দেব। ছোটবেলা থেকেই গান, নাচের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ট্রেনিংপ্রাপ্ত পাইলট। ১৯৯৬ সালে মুমকিন ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন মুকুল।বলিউডে তাঁর প্রথম ছবি দস্তক। এই ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন মুকুল। তাঁর শেষ ছবি ‘অন্ত’। যা মুক্তি পায় ২০২২ সালে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।
Post A Comment:
0 comments so far,add yours