এর আগে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভিও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।
'এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়', ইউনূসকে বুঝিয়ে দিলেন বিএনপি নেতা
মহম্মদ ইউনূস।
গত কয়েকদিন ধরেই চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপর। অবিলম্বে নির্বাচন চেয়ে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে ইউনূস পদত্য়াগ করতে পারেন, এমন জল্পনাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই খালেদা জিয়ার দল বিএনপি স্পষ্ট করে দিল, নির্বাচন না হলে সরতেই হবে ইউনূসকে। বিকল্প যে তৈরি হয়ে যাবে, সেটাও বলে দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন বলেন, “উনি নিজে দায়িত্ব ছাড়তে চান। আমরা তো বলিনি। আমরা তো চাইনি। আমরা শুধু চাই উনি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন।” বিএনপি চায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্মানের সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করুন ইউনূস।
সংস্কার ও বিচারকাজ চালুস রেখে পুরো প্রক্রিয়া হবে বলেও উল্লেখ করেন “বিএনপি নেতা। ইউনূসকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।”
বিচার এবং সংস্কারের অজুহাতে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে বলেও একটি সভায় মন্তব্য করেন সালাহউদ্দিন। এর আগে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভিও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।
সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানও নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছিলেন, ‘দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা।’
Post A Comment:
0 comments so far,add yours