বাড়িটি বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে আগেই অভিযোগ ওঠে। এবার আট সপ্তাহের মধ্যে কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হল।

অনেক বড় বাড়ি...', শুনেই বিচারপতি কান্ত বললেন, 'অন্তত ২টো তলা ভেঙে আসুন'
জয়ন্ত সিং-এর বাড়ি ভাঙার নির্দেশ


জয়ন্ত সিং-এর ‘প্রাসাদ’ ভাঙার মামলায় আরও কড়া কলকাতা হাইকোর্ট। পুরসভাকে সময় দিতে চাইল না আদালত। বিচারপতি গৌরাঙ্গ কান্ত স্পষ্ট জানিয়ে দিলেন আগে কিছু পদক্ষেপ করতে হবে। কিছুদিন আগেই জেলবন্দি জয়ন্ত সিং-এর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ সপ্তাহ সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।

৮ সপ্তাহের বেশি সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয় কামারহাটি পুরসভা। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। আবেদনে পুরসভা বলে, ‘অনেক বড় বাড়ি। ভাঙতে আরও সময় চাই।’ বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে এই আবেদন জানানো হয়।

আবেদন শুনে বিচারপতি কান্ত বলেন, “আগে কিছু পদক্ষেপ করুন। অন্তত ২টো তলা ভেঙে আসুন। তারপর বলুন যে ভাঙতে আরও দু’সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান যে আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগ নিয়েছেন। তারপর সময় বাড়ানোর আবেদন করবেন।”

এই বিষয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, “আদালতের নির্দেশ মতো পুরসভা কাজ করবে। অত বড় বাড়ি ভাঙার পরিকাঠামো পুরসভার নেই। টেন্ডার করে বাড়ি ভাঙার বরাত কোনও সংস্থাকে দিতে হবে। কিন্তু এটা নিশ্চিত আদালতের নির্দেশ অনুযায়ী কামারহাটি পুরসভা কাজ করবে। আর সেটা অতি দ্রুততার সঙ্গেই হবে।”

জয়ন্তর সাদা অট্টালিকার কাচে মোড়া বারান্দা, বিলাসবহুল অন্দরমহল দেখে তাক লেগে যেত অনেকেরই। পরে অভিযোগ ওঠে, ওই বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়। এমনকী জমির মালিকানা নিয়েও প্রশ্ন ওঠে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours