হাইকোর্টের নির্দেশের পরই তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনের তরফে। বাঁশের স্ট্রাকচার দিয়ে তাবু খাটিয়ে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের জন্য বসার জায়গা। বসিয়ে দেওয়া হয়েছে বায়ো টয়লেট।
বিকাশভবন থেকে সরতে হবে চাকরিহারাদের, হাইকোর্টের নির্দেশ আসতেই সেন্ট্রাল পার্কে মঞ্চ বাঁধছে প্রশাসন
চলছে মঞ্চ বাঁধার কাজ
হাইকোর্টের নির্দেশ রয়েছে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরিয়ে নিতে হবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাদের নতুন ঠিকানা সেন্ট্রাল পার্ক সংলগ্ন সুইমিং পুলের কাছে ফুটপাতে। ২০০ লোকের জমায়েত করা যাবে সেখানে। অদলবদল করেই আন্দোলন মঞ্চে থাকতে পারবেন চাকরিহারারা।
শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বলেন, FIR-এ নাম থাকা কোনও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তারপরই তিনি জানান বিকাশ ভবনের সামনে নয় সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। কিন্তু তার জন্য যে পরিকাঠামো তৈরা করা দরকার তা করবে প্রশাসন। তা সম্পূর্ণ হলেই পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে।
হাইকোর্টের নির্দেশের পরই তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনের তরফে। বাঁশের স্ট্রাকচার দিয়ে তাবু খাটিয়ে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের জন্য বসার জায়গা। বসিয়ে দেওয়া হয়েছে বায়ো টয়লেট। দুপুরের মধ্যেই পুরো স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন নির্মাণকারীরা। যদিও চাকরিহারারা বলছেন তাঁরা আগে পুরো ব্যবস্থা দেখবেন, টয়োলেট থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস ঠিকঠাক আছে কিনা তা দেখে তারপরই ওই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন। প্রশাসনের তরফে ছাউনি তৈরি করা হলেও সেটা তাদের অবস্থানের জন্য কতটা সুবিধে জনক হবে সেটা দেখেই তারা যাবেন সেখানে।
Post A Comment:
0 comments so far,add yours