ঠিক করলেন, বাবার পরিচয় ছাড়াই সন্তানকে বড় করবেন। সমাজের চোখে তিনি তখন নষ্ট মেয়ে! কিন্তু ওসবে পাত্তা দেননি। কেননা, তাঁর জীবনের তখন একটাই লক্ষ্য সন্তানকে বড় করে তোলা।
নায়িকার গর্ভে বিশ্বখ্যাত ক্রিকেটারের সন্তান, সম্মান বাঁচাতে সমকামী পুরুষকে বিয়ের পরামর্শ! তারপর...



প্রেম করেছিলেন মন উজার করে। আগে থেকে আন্দাজও করতে পারেননি, এই প্রেমের পরিণতি এমনটা হবে। তবে যখন প্রেম ভাঙল, তখন নায়িকার জীবন তছনছ। সমাজের দিকে চোখে চোখ রাখতে পারতেন না নায়িকা। নিজেকে ঘরবন্দি করে কাঁদতেই থাকতেন। অনেকবার ভেবেছিলেন, নিজেকে শেষ করে দেবেন, কিন্তু ততদিনে নায়িকার গর্ভে বেড়ে উঠছিল প্রেমিকের চিহ্ন। তাঁদের ভালবাসার একমাত্র প্রমাণ। একটা ছোট্ট প্রাণ। নিজের মনকে শক্ত করলেন নায়িকা। ঠিক করলেন, বাবার পরিচয় ছাড়াই সন্তানকে বড় করবেন। সমাজের চোখে তিনি তখন নষ্ট মেয়ে! কিন্তু ওসবে পাত্তা দেননি। কেননা, তাঁর জীবনের তখন একটাই লক্ষ্য সন্তানকে বড় করে তোলা।

কথা হচ্ছে, বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের প্রেম ও বিতর্কের। যা একসময় ঝড় তুলেছিল বলিউডে। ভিভ ও নীনাকন্যা যখন নীনার গর্ভে বড় হচ্ছিল, প্রচুর কটূকথা শুনতে হয়েছিল নীনাকে। শুধু কটূকথা নয়, সন্তানের জন্য এমন সব পরামর্শ তাঁকে দিয়েছিলেন নীনার আত্মীয়রা, যা আজ মনে পড়লে নীনা হেসেই ওঠেন। কিন্তু সেই সময় এসব শুনে কেঁদে ভাসাতেন অভিনেত্রী।

নীনা তাঁর বায়োগ্রাফি ‘সচ কহু তো’-তে লিখেছেন, ভিভের সঙ্গে তখন আমার সম্পর্কে ছেদ পড়েছে। গর্ভে তখন আমার আর ভিভের সন্তান বড় হচ্ছে। ভেবে পাচ্ছিলাম না কী করে সামলাব সবকিছু। কীভাবে বড় করব। অনেকেই সেই সময় নানা বুদ্ধি, পরামর্শ দিয়েছিলেন। সেগুলো মনে পড়লে আজ হাসি পায়। আমার খুব কাছের এক বান্ধবী বলেছিলেন, সম্মান রক্ষা করার জন্য একজন সমকামী পুরুষকে বিয়ে করতে। তাহলে নাকি দুনিয়ার সামনে লজ্জায় পড়তে হবে না। এমনকী, সেই বান্ধবী আমার জন্য সমকামী পুরুষ খুঁজতেই শুরু করে দিয়েছিল। নীনা আরও লেখেন, আমার আর ভিভের মেয়ে মাসাবা যখন বড় হয়, তখন ওকে এই ঘটনার কথা জানিয়ে ছিলাম। মাসাবা তো হেসেই কুটিপাটি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours