ব্রজ বল্লভপুরে মৎস্যজীবীদের হাতে আটক মাছ ভর্তি একটি ট্রলার
সরকারের নির্দেশিকা অনুযায়ী এখন নদীতে বা সমুদ্রে মাছ ধরা বারণ। সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একশ্রেণীর মৎস্যজীবী এই কাজ করছে, অফ সিজিনেও নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। অন্যদিকে গ্রাম বাংলার যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে না পেরে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে, তাদের প্রতি কেন এমন মনোভাব।
তারই প্রতিবাদে গতকাল রাতে গোবিন্দপুর কার্জন ক্রীট নদীতে একটি মাছ ভর্তি ট্রলার যাচ্ছিলো, ঠিক সেই সময় টলারটিকে আটক করে এলাকার অন্যান্য মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের অভিযোগ, নিয়ম ভঙ্গকারী অভিযুক্ত ট্রলারের লোকজন এবং তাদের পরিচালনার দায়িত্ব যিনি রয়েছেন, তারা অভিযোগকারী ব্যক্তিদের মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো রয়েছে উত্তেজনা। রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ।
স্টাফ রিপোর্টার মুন্না সরকার
Post A Comment:
0 comments so far,add yours