চা বাগানের জন্য যে জমি দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জন বার্লা। তাঁর দাবি, অসমে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও চা বাগানের কোনও উন্নতি নেই।

১৬০ কোটির হাসপাতাল গড়তে চেয়েছিলাম', কে বাধা দিল? কী বললেন জন বার্লা
জন বার্লা

অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছিল। অবশেষে ‘দিদি’-র হাত ধরলেন জন বার্লা। যে দল তাঁকে সাংসদ করেছিল, মন্ত্রী করেছিল, সেই দলের হাত এভাবে ছেড়ে দিলেন কেন? শুধুমাত্র টিকিট পাননি বলেই কি এমন সিদ্ধান্ত? তৃণমূলে যোগ দিয়ে আসল কারণটা জানালেন জন বার্লা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। সাংবাদিক বৈঠকে জানালেন, কেন বিজেপি ছাড়তে হল তাঁকে। বার্লার দাবি, মন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে অনেক বাধা পেতে হয়েছে তাঁকে।

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন জন বার্লা। কিন্তু তাঁর কাজে বাধা দেয় বিজেপির নেতারা! এদিন বার্লা বলেন, “১৬০ কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম। রেলের জমিতে হাসপাতাল তৈরি হচ্ছিল। ১০০ শতাংশ ফান্ড জোগাড় করেছিলাম। বিরোধী দলনেতা আটকে দিয়েছিলেন। মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দেন। এভাবে আটকালে কে দলে কাজ করবে?”


চা বাগানের জন্য যে জমি দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জন বার্লা। তাঁর দাবি, অসমে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও চা বাগানের কোনও উন্নতি নেই। জন বার্লা বলেন, “আদিবাসীদের অধিকারও ছিনিয়ে নেওয়া হবে এবার। তিনি আরও বলেন, “দিদি সবাইকে নিয়ে চলেন। চা বাগানের শ্রমিকদের যে সব অসুবিধা হচ্ছে, তা নিয়েও পরে কথা বলব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours