সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোনমের পরনে ঢিলেঢালা পোশাক। স্বামী আনন্দ আহুজার হাত ধরে মুম্বইয়ের এক ক্লিনিক থেকে বের হচ্ছেন সোনম।


স্বামীকে নিয়ে হাসপাতালে সোনম, ফের মা হচ্ছেন?



কয়েকদিন আগেই মারা গিয়েছেন সোনম কাপুরের ঠাকুমা। ঠাকুমাকে শেষ দেখা দেখতে এসে একেবারে ভেঙে পড়েছিলেন সোনম। আর সেই শোক কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ভাইরাল সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজার একটি ভিডিয়ো। যা দেখে অনুরাগীরা মনে করছেন, সোনম বুঝি ফের মা হতে চলেছেন!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোনমের পরনে ঢিলেঢালা পোশাক। স্বামী আনন্দ আহুজার হাত ধরে মুম্বইয়ের এক ক্লিনিক থেকে বের হচ্ছেন সোনম। আর সেই ভিডিও দেখেই অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু।





২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে সোনম ও আনন্দের জীবনে আসে ছেলে বায়ু। তারপরেই সিনেমার পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন সোনম। তবে ফ্য়াশন ইভেন্টের সঙ্গে সব সময়ই যুক্ত থাকেন। এই ভাইরাল ভিডিয়ো নিয়ে অবশ্য মুখ খোলেননি সোনম বা আনন্দ কেউই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours