পাকিস্তানের মতো ভুল ভারত করছে না। সংঘর্ষ বিরতি মেনে অ্যাকশন সাময়িক বন্ধ। তবে তারপরও পাকিস্তান যদি না শোধরায়, ভারত চুপ থাকবে না বলেই সেনাকে সাফ নির্দেশ মোদীর।
গুলির বদলে গোলা', সেনাকে সাফ নির্দেশ মোদীর, শনির 'বদলা' নেবে ভারত?
বৈঠকে মোদী
চোখের বদলে চোখ। দাঁতের বদলের দাঁত। পাকিস্তানকে শায়েস্তা করার পথ মেপে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারলে মার দিতে হবে, বলেই সেনাকে পথ দেখালেন তিনি।
সরকারি সূত্র মোতাবেক, পাকিস্তান গুলি চালালে, গোলা চালাবে ভারত, সেনাকে এমনই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এরপরই জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতের প্রসঙ্গে তাঁর দাবি, ‘এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। ঘরে ঢুকে মারব বলেছিলাম। সেটা করেও দেখিয়েছি। বাহওয়ালপুর, মুরিদ, মুজাজাফ্ফরবাদকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর যদি ওই পার থেকে গুলি আসে, তাহলে আমরা গোলা চালাব।’
উল্লেখ্য, শনিবার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই নতুন করে পারদ চড়েছে দুই দেশের মধ্যে। কিন্তু সূত্রের খবর, পাকিস্তানের মতো ভুল ভারত করছে না। সংঘর্ষ বিরতি মেনে অ্যাকশন সাময়িক বন্ধ। তবে তারপরও পাকিস্তান যদি না শোধরায়, ভারত চুপ থাকবে না বলেই সেনাকে সাফ নির্দেশ মোদীর।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বার্তার আবহে কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাবে একই বার্তা দিয়েছে দেশের বায়ুসেনাও। এদিন নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তারা লিখেছে, ‘অপারেশনে সিঁদুরে ভারতীয় বায়ুসেনা নিজেদের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছে ও পেশাদারিত্বের সঠিক ছবি তৈরি করেছে। কিন্তু এটা এখনই শেষ নয়। অপারেশন সিঁদুর এখনও চলছে। তাই যথাসময়ে একটি বিস্তারিত ব্রিফিং করা হবে। IAF সকলকে ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছে।’
Post A Comment:
0 comments so far,add yours