এ দিন কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "ব্রহ্মস হল সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা শুধু হাতিয়ার নয়, একটা বার্তা। শত্রুকে প্রতিহত করার বার্তা। বর্ডার সুরক্ষিত করার বার্তা।"


ভারত-পাক উত্তেজনার মধ্যেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ইউনিটের উদ্বোধন, রাজনাথ বললেন, 'এটা একটা বার্তা...'
রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী


বিকেল পাঁচটা নাগাদ সংঘর্ষ বিরতিতে যায় ভারত-পাকিস্তান। তিন ঘণ্টা কাটতে না কাটতেই ফের সীমান্তে হামলা চালায় পাকিস্তান। লাগাতার গোলা-গুলি বর্ষণ করে তারা। তবে মোক্ষম জবাব দিয়েছে ভারতও। এই আবহে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জঙ্গিবাদ দমন যে ভারত করবে সে কথা স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিবার লখনউয়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের উদ্বোধন করেন রাজনাথ নাথ সিং। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘ব্রহ্মস’ যে শত্রুপক্ষকে দেওয়া একটা বার্তা সেকথাও বুঝিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।


এ দিন কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ব্রহ্মস হল সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা শুধু হাতিয়ার নয়, একটা বার্তা। শত্রুকে প্রতিহত করার বার্তা। বর্ডার সুরক্ষিত করার বার্তা।” এরপর এ দিন রাজনাথ প্রসঙ্গ তোলের এ পি জে আবদুল কালামের। মন্ত্রী বলেন, “বিশ্ব শক্তিশালীদের সম্মান করে। ভীতুদের নয়। আমাদের শক্তি বাড়াতে হবে। দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না। আর ভারত অন্য়তম শক্তিশালী দেশ।”

ব্রহ্মস মিসাইলের ক্ষমতা

ব্রহ্মসের রেঞ্জ ২৯০ কিলোমিটার। গাতি ৪, ১৭০ কিমি প্রতি ঘণ্টা। শত্রুর র‌্যাডারকে ধুলো দিতে সক্ষম। আগে থেকে আরও বেশি ক্ষিপ্র। রাফালে ইতিমধ্যেই জুড়েছে ব্রহ্মাস্র।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours