লখনউয়ের একানা স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানে বিরাট কোহলির মতো নোটবুক সেলিব্রেশন করে বিপাকে পড়েছেন দিগ্বেশ। যে কারণে তাঁকে বোর্ডের শাস্তিও পেতে হল।
নোটবুক সেলিব্রেশন' বিপাকে ফেলল LSG বোলার দিগ্বেশকে, কড়া শাস্তি দিল বিসিসিআই
IPL 2025: 'নোটবুক সেলিব্রেশন' বিপাকে ফেলল LSG বোলার দিগ্বেশকে, কড়া শাস্তি দিল বিসিসিআই
আইপিএলের (IPL) মঞ্চে তরুণ ক্রিকেটার উত্তেজনা সামাল দিতে পারেননি। উইকেট নিতেই করে বসেন এক বিশেষ সেলিব্রেশন। আর তাতেই এ বার বিপাকে বছর ২৫ এর দিগ্বেশ সিং (Digvesh Rathi Singh)। লখনউয়ের একানা স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানে বিরাট কোহলির মতো নোটবুক সেলিব্রেশন করে বিপাকে পড়েছেন দিগ্বেশ। যে কারণে তাঁকে বোর্ডের শাস্তিও পেতে হল।
কখন ‘নোটবুক সেলিব্রেশন’ করেন দিগ্বেশ? পঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে ঘটনাটি ঘটেছিল। তিনি একটি শর্ট বল করেছিলেন পঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্যকে। বলটি পুল করার চেষ্টা করেছিলেন তিনিয তাঁর ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। এরপর মিড অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরে নেন শার্দূল ঠাকুর। এরপরই প্রিয়াংশের সামনে ছুটে গিয়ে নোটবুকে লিখে রাখার মতে সেলিব্রেশন করেন দিগ্বেশ। পুরো বিষয়টি ফিল্ড আম্পায়ারের ভালো লাগেনি। তিনি বিষয়টি নিয়ে দিগ্বেশের সঙ্গে কথাও বলেন। ম্যাচের শেষে তাঁর ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours