নিজে বাঁচুন, অপরকে বাঁচান, গঙ্গাসাগরে বাইক ও গাড়ি চালকদের সচেতন করলেন প্রশাসন
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত বাগবাজার কালিবাজার সহ গঙ্গাসাগরের বেশ কিছু জায়গায় বাইক ও গাড়ি চালকদের সচেতন করলেন প্রশাসন। আজ এক কর্মসূচির আয়োজন করা হয় যেখানে মূলত কোস্টাল থানার অধীনে থাকা সমস্ত ছোট বড় যানবাহন চালকদের এবং পথে চলতি মানুষদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি সহ একাধিক আধিকারিকরা সবাইকে এটাই জানান, গাড়ি ধীরে চালান গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এমনকি বাইক চালালে অবশ্যই হেলমেট পড়ুন সঙ্গে কেউ থাকলে তাকেও হেলমেট পড়ান। যে সকল বাইক চালকদের হেলমেট নেই আজকের এই কর্মসূচি থেকে তাদেরকে হেলমেটও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আরোও অন্যান্য বাইক আরোহী যারা হেলমেট না পড়ে বাইক চালাচ্ছেন তাদেরকেও হেলমেট পড়ে গাড়ি চালানোর বার্তা দিলেন গঙ্গাসাগর কোস্টাল থানার আধিকারিকরা।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরকার
Post A Comment:
0 comments so far,add yours