ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সরাসরি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, তার মূলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


অমিত শাহকে কন্ট্রোল করুন', সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা

ইমামদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্যায় শুরুতেই দাবি করেছেন, যে এলাকায় অশান্তি হয়েছে, সেটি কংগ্রেসের সংসদীয় কেন্দ্রের অধীনে পড়ে। তবে কেন্দ্র তথা বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি তিনি। এমনকী কৈফিয়ত দিতে হবে বলেও গলা চড়িয়েছেন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে। শুধু তাই নয়, ইমাম-মোয়াজ্জেমদের মঞ্চে নিয়ে অমিত শাহের নাম করে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সরাসরি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, তার মূলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী বলেন, “যত আইটি সেল আছে, সব অমিত শাহের। আমি কখনও নাম নিয়ে বলি না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি কালীদাসের মতো, যে ডালে বসে আছে, সেই ডালই ভাঙে, তাহলে তো বলতেই হবে। কিছু করার নেই।”

মমতার কথায়, অমিত শাহ কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “মোদীজিকে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। ওঁর হাতে সব এজেন্সি দিয়ে দিয়েছেন। উনি দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন। উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন।”


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংবাদসংস্থা এএনআই স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র উল্লেখ করে দাবি করেছে যে পশ্চিমবঙ্গের এই অশান্তিতে বাংলাদেশের হাত আছে। যেহেতু সীমান্ত সুরক্ষার দায় বিএসএফের, আর সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাই এদিন অমিত শাহকে ‘প্ল্যানার’ বলেও আক্রমণ করেন 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours