সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন প্রায় সকলেই। প্রতিটা ক্ষেত্রের মানুষ একত্রে কড়া শাস্তির দাবি রাখছে। তালিকা থেকে বাদ থাকলেন না বলিউড তারকারাও। 

হৃদয়বিদারক! ন্যক্কারজনক', কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড



নৃশংস জঙ্গি হানা জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে। পর্যটকে ভরপুর বৈসরণে বেছে বেছে হিন্দুদের খুঁজে হত্যালীলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত জঙ্গিরা। গুলি করার আগে জানা হয়েছে তাঁদের ধর্মীয় পরিচয়। তাঁরা হিন্দু নাকি মুসলিম। এই জঙ্গিহানায় রাগে ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন প্রায় সকলেই। প্রতিটা ক্ষেত্রের মানুষ একত্রে কড়া শাস্তির দাবি রাখছে। তালিকা থেকে বাদ থাকলেন না বলিউড তারকারাও।


কী বলছেন বলিউড তারকারা? 


সঞ্জয় দত্ত– “নৃশংসহত্যা চালিয়েছে। এর কোনও ক্ষমা নেই। জঙ্গিদের জেনে রাখা ভাল আমরা চুপ করে বসে থাকব না। ওদের উচিত শিক্ষা দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মন্ত্রীকে অনুরোধ করব ওদের যোগ্য জবাব ফিরিয়ে দিন।”



অনুপম খের– “ভুল-ভুল-ভুল। আজ কথা বলা প্রয়োজন।” ভিডিয়ো বার্তায় বলেন, “আজ পহেলগাঁওতে যেভাবে হিন্দুদের মারা হল, খুঁজে খুঁজে ২৭ জনকে মারা হল, তাতে কষ্ট পেয়েছি ঠিকই, তবে রাগের কোনও সীমা রইল না। আমি জীবনে এসব প্রচুর দেখেছি। কাশ্মীরি হিন্দুদের সঙ্গে কাশ্মীরে এমনটা হতে দেখেছি। ‘দ্য কাশ্মীর ফাইল’ ছবিকে অনেকেই অপপ্রচার বলেছিলেন, কিন্তু এখন?”



অজয় দেবগণ– “পহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনা শুনে আঁচকে উঠি। যাঁদের নিশানা করা হয়েছে তাঁদের কোনও দোষ ছিল না। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।”



ভিকি কৌশল– “পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নির্মমভাবে হত্যা হওয়া মানুষদের পরিবারের যন্ত্রণার কথা ভাবতেই পারছি না। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।”

করণ জোহর– “হৃদয়বিদারক। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারালেন, এই ন্যক্কারজনক আক্রমণে যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল, তাঁদের জন্য আমার প্রার্থনা রইল।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours