মুর্শিদাবাদের কোন কোন ছবিগুলো ভুয়ো? দেখাল তৃণমূল
কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।"
মুর্শিদাবাদের কোন কোন ছবিগুলো ভুয়ো? দেখাল তৃণমূল
কোন কোন ছবিগুলো ভুয়ো, দেখাল তৃণমূল
অন্য রাজ্যের ছবিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি হিসাবে দেখানো হচ্ছে। বিজেপি-র ফেসবুক পেজের ছবি শেয়ার করে পাল্টা দাবি করল শাসকদল। তার আগেই অবশ্য রবিবার দুপুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগই সামনে এনেছেন।
কুণাল ঘোষ বলেন, “বিজেপি গন্ডগোলের ছবি দেখিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। বিজেপি নেতারা তাঁদের সামাজিক মাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়।” কুণালের দাবি, “ছবি আইডেন্টিফায়েড হয়েছে, একটা লখনউয়ের ছবি, এনআরসি-র প্রতিবাদের, বাড়িতে আগুন লাগানোর আরেকটা ছবি জলন্ধরের, কর্নাটক, উত্তরপ্রদেশের অন্য ঘটনার ছবি ছড়ানো হচ্ছে।” কুণালের অভিযোগ, বাংলায় একটা বড় গন্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য চেষ্টা চলছে।
তৃণমূল কংগ্রেস তারপরই সামাজিক মাধ্য়মে বিজেপি-র পেজে পোস্ট করা ছবি শেয়ার করে লেখে, “বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।”
Post A Comment:
0 comments so far,add yours