আমনকে যখন আনা হচ্ছিল পাহাড় জঙ্গল ঘেরা ওই জায়গায়, তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে আমনের গ্যাঙের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তাতেই দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি।

পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, ১০ বার জেল বদল, ১০০-র বেশি অপরাধে অভিযুক্ত গ্যাংস্টারকে খতম করল STF
এনকাউন্টারে খতম গ্যাংস্টার



ঝাড়খণ্ড: এসটিএফের গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আমন সাহু। ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমনের সঙ্গে এসটিএফের লড়াই। ছত্রিশগড়ের রায়পুর জেল থেকে রাঁচির পথে এই ঘটনা ঘটে। রায়পুর জেল থেকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছিল। পুলিশের দাবি, পালামৌর কাছে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়, তখন আমন এসটিএফের আগ্নেয়াস্ত্র নিয়েই পাল্টা হামলা চালায়। পাল্টা গুলি চালায় এসটিএফ। ঘটনাস্থলে মৃত্যু হয় আমন সাহুর। পালামৌর চয়নপুরে ঘটে এই ঘটনা।


সূত্রে খবর, আমনকে যখন আনা হচ্ছিল পাহাড় জঙ্গল ঘেরা ওই জায়গায়, তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে আমনের গ্যাঙের লোকজন বোমাবাজি করতে থাকে। তাতেই দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। পাল্টি খেয়ে রাস্তার ধারে নেমে যায় গাড়িটি। সেই সময় পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালাচ্ছিল আমন। দুপক্ষের সংঘর্ষ হয়। গ্যাংস্টারের সাঙ্গদের ছোড়া গুলিতে এক এসটিএফ কর্মী গুলিবিদ্ধ হয়। পাল্টা গুলিতে গ্যাংস্টার আমন সাহুর মৃত্যু হয়।


এনকাউন্টারে খতম গ্যাংস্টার

শতাধিক অপরাধের সঙ্গে যুক্ত এই আমন। খুন অপহরণ ডাকাতির মতো একশোর বেশি মামলা ছিল আমনের বিরুদ্ধে।গত দেড় বছরে ঝাড়খণ্ড বিহারে ১০ বার জেল বদল হয়েছে আমন সাহুর। জেলে বসেই অপরাধ সংগঠিত করতো সে। তবে এই ঘটনা দুপক্ষের সংঘর্ষের নাকি সাজানো এনকাউন্টার সেই নিয়ে উঠেছে প্রশ্ন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours