খা যায়। অন্য়দিকে তাঁর ছেলে যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তরের প্রথম বিভাগের ছাত্র। সক্রিয় এসএফআই কর্মী।
যাদবপুরের আহত SFI নেতা তৃণমূল নেতার ছেলে?
রাজনৈতিক মহলে চাপানউতোর
কলকাতা: ব্রাত্য আগমনে তপ্ত যাদবপুর। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে গিয়ে মন্ত্রীর গাড়ির সামনে পড়ে রক্তাক্ত ছাত্র, তৃণমূলের অফিসে আগুন, পাল্টা প্রতিরোধে তৃণমূল! দিকে দিকে জ্বলল সিপিএমের পার্টি অফিস। সোমবার ছাত্র ধর্মঘটের ডাক রাজ্যে। সোজা কথায়, যাদবপুর ইস্যুতে শনিবার বিকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এদিকে ইতিমধ্যে যাদবপুর থানায় ৫টি FIR দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। এক ছাত্রকে ইতিমধ্যেই আবার গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে এল আরও এক চাঞ্চল্যকর খবর। শুধু RSF-র ইন্দ্রানুজ নয়, শিক্ষামন্ত্রীর গাড়ি বেরনোর সময় আহত হয়েছিলেন আরও এক ছাত্র। অভিনব বসু নামে ওই ছাত্র আবার সক্রিয় এসএফআই কর্মী। কিন্তু, গল্প এখানেই শেষ নয়।
সূত্রের খবর, অভিনব আবার সাঁকরাইলের দাপুটে তৃণমূল নেতা অমৃত বসুর ছেলে। এই অমৃতকে প্রায়ই দলের নানা কর্মসূচিতে কর্মীদের নেতৃত্ব দিতেও দেখা যায়। অন্য়দিকে তাঁর ছেলে যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তরের প্রথম বিভাগের ছাত্র। ক্যাম্পাসে সক্রিয় এসএফআই কর্মী। একাধিক আন্দোলনে নেতৃত্বও দিতে দেখা যায়। প্রসঙ্গত, বাম-অতিবাম-তৃণমূল সংঘর্ষে শিক্ষামন্ত্রী হাসপাতালে যেতেই গোটা রাজ্যজুড়ে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন শাসকদলের কর্মীরা। ক্ষোভ উগরে দেন সায়নী ঘোষ থেকে কুণাল ঘোষের মতো নেতারা। শিক্ষমন্ত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ হলেও সুর চড়ান। অভিযোগ, রাতেই রাজ্যের নানা প্রান্তে সিপিএমের পার্টি অফিসে হামলা হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়।
সূত্রের খবর, হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে অভিনব। রাত পর্যন্ত ছিলেন হাসপাতালেই। যাদবপুরের এক অধ্যাপকের গাড়ির সামনে পড়ে গিয়ে তিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ। যদিও অভিনব বলছেন, “তৃণমূল নেতার ছেলে এটা আমার পরিচয় নয়। বাবার রাজনৈতিক মত, বিশ্বাস এক জায়গায়। তার সঙ্গে আমার রাজনৈতিক বিশ্বাসের তো কোনও সম্পর্ক নেই। আমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি তাই আমি প্রাকটিস করি। তাই আমি এসএফআই করি।”
Post A Comment:
0 comments so far,add yours