কেন্দ্রীয় সরকারের অ্যাপ হল ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন বা উমঙ্গ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই পিএফের টাকা তোলা যায়। ১৩টি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ।


: হঠাৎ টাকার দরকার? মোবাইল থেকে সহজেই PF-র টাকা তোলার পদ্ধতি শিখে নিন
প্রতীকী চিত্র।


 ভবিষ্যতের সঞ্চয় হল ইপিএফও(EPFO)। চাকরিজীবীদের বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক জমা থাকে পিএফ-এ। যে সংস্থায় কাজ করেন, তারাও একটা নির্দিষ্ট হারে টাকা জমা দেয় পিএফ-এ। অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা না তোলাই শ্রেয়। তবে হঠাৎ জরুরি কোনও প্রয়োজন পড়লে, সেক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলা যায়। কীভাবে সহজেই পিএফ (PF) থেকে টাকা তোলা যায়, সে সম্পর্কে অনেকেই জানেন না।


কেন্দ্রীয় সরকারের অ্যাপ হল ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন বা উমঙ্গ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই পিএফের টাকা তোলা যায়। ১৩টি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস – উভয় প্ল্যাটফর্মেই অ্যাপ ব্যবহার করা যায়।

কীভাবে পিএফের টাকা তুলবেন?
প্রথমেই মোবাইলে উমঙ্গ অ্যাপ ইনস্টল করতে হবে।
এবার অ্যাপ খুলে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
তারপর ইপিএফও সার্ভিস অপশনটি বেছে নিন।
আধার নম্বর বা মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে ইপিএফও সার্ভিসে লগ ইন করুন।
এবার যে পেজটি খুলবে, তাতে পিএফ উইথড্রল অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
এরপরে ফর্ম পূরণ করতে হবে। কত টাকা তুলতে চান, কেন টাকা তুলছেন, অ্যাকাউন্টের ডিটেইল দিতে হবে।
এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই পিএফের টাকা তোলার আবেদন করা হয়ে যাবে।
সাধারণত আবেদনের ৭ থেকে ১০ দিনের মধ্য়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএফের টাকা চলে আসে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours