সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত এর লক্ষ্যে সিআইএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবসে সাইক্লোথন এর সূচনা হলো বকখালিতে 

সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত এর লক্ষ্যে সিআইএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবসে সাইক্লোথন এর সূচনা হল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বকখালি সমুদ্র তট থেকে। একই সঙ্গে এদিন এই সাইক্লোথন এর উদ্বোধন হলো তামিলনাড়ুতেও। দক্ষিণ ২৪ পরগণা জেলার বকখালীর সমুদ্র তটে এদিন সাইক্লোথন এর সূচনা করেন অভিনেতা রাহুল বোস। এই সাইক্লোথন পয়লা এপ্রিল শেষ হবে কন্যাকুমারিতে। 

পূর্ব ও পশ্চিম ভারতের প্রায় ৬৫৫৩ কিমি সমুদ্রতট অতিক্রম করবে এই সাইক্লোথন। উদ্বোধনএর দিনের বকখালি সাইক্লোথনে অংশ নিয়েছেন শতাধিক জওয়ান। তার মধ্যে আছেন ৮ জন মহিলাও। ২৮০০ কিলোমিটারের এই যাত্রা পথে প্রথমদিনেই রায়চক হয়ে হুগলি এর পর হলদিয়া প্রায় ১২০ কিমি যাত্রা পথ প্রথমদিনেই অতিক্রম করবে এই সাইক্লোথন। এই যাত্রাপথে মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিযাত্রীরা। চলবে তট সুরক্ষার পাঠ। আজ এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সিআইএসএফের ডিআইজি কে প্রতাপ সিং ও আধিকারিকরা। উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির আধিকারিকরা। 



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours