কিন্তু আপাতত স্বপ্নভঙ্গ হল ললিতের। ভারতের পাসপোর্টই আবার শেষ সম্বল হল তার। জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদীকে নাগরিকত্ব দিতে চায় না ভানুয়াটুর প্রশাসন।


সহ্য হল না সুখ, নাগরিকত্ব বাতিল ললিতের! আর 'ফাঁকি' দিতে পারবেন না ভারতকে
ললিত মোদী


সাতসকালে বড় ধাক্কা খেলেন IPL আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদী। ২০১০ সাল থেকেই দেশছাড়া তিনি। ছিলেন লন্ডনে। দিন দু’য়েক আগেই আবার সেখানকার ভারতীয় দূতাবাসে গিয়ে নিজের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি। জানা যায়, দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর নাগরিকত্ব পেয়েছেন ললিত মোদী।

কিন্তু আপাতত স্বপ্নভঙ্গ হল ললিতের। ভারতের পাসপোর্টই আবার শেষ সম্বল হল তার। জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদীকে নাগরিকত্ব দিতে চায় না ভানুয়াটুর প্রশাসন। সোমবার সেই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জোথাম নাপাত, খোদ নিজে নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীকে দেওয়া নাগরিকত্ব বাতিলের নির্দেশ দিয়েছেন।

এদিন তিনি বলেন, ‘আমি নিজে নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর ভানুয়াটুর পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছি। তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার হদিশ পাইনি আমরা। তবে সম্প্রতি ইন্টারপোল তরফে সতর্ক করার জেরেই তাকে দেওয়া পাসপোর্ট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন তরফে।’

এরপরই ললিত মোদীর বিরুদ্ধে পলায়নের অভিযোগ এনে সেদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযথ কারণ ছাড়া ভানুয়াটুর নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। কেউ প্রত্যাপর্ণ এড়ানোর জন্য ভানুয়াটুর শরণাপন্ন হলে, তাকে কোনও ভাবে সমর্থন করবে না আমাদের দেশ। সম্প্রতি প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী, ললিত মোদী সেই প্রত্যাপর্ণ এড়াতেই আমাদের কাছে শরণাপন্ন হয়েছিলেন।’

২০১০ সাল থেকে দেশছাড়া IPL আর্থিক তছরুপ মামলায় মূল অভিযুক্ত ললিত মোদী। সম্প্রতি, যখন আমেরিকা থেকে মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে প্রত্যাপর্ণের জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে ভারত। সেই আবহেই কার্যত নিজের প্রত্যাপর্ণ ‘এড়াতে’ই অন্য দেশের শরণাপন্ন হয়েছিলেন ললিত, দাবি ওয়াকিবহাল মহলের। পাছে আবার ভারতে না ফিরতে হয়, তাই আগাম সতর্ক হয়েছিলেন তিনি। আবেদন করেন ভারতের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্যও। কিন্তু এত চেষ্টার পরেও সফল হলেন না ললিত। আবেদনের দু’দিনের মাথায় খেলেন বড় ধাক্কা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours