ট্রলি ব্যাগটি ভারী দেখে সন্দেহ হয় ক্যাব চালকের। তিনি জানতে চান, ট্রলি ব্যাগে কী রয়েছে? ওই ফাঁকা জায়গায় কেন গাড়ি থামাতে বলা হল, তাও জানতে চান তিনি। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই যুবক।
ট্রলি ব্যাগ এত ভারী কেন?', ক্যাব চালকের প্রশ্নেই সামনে এল সবটা
ট্রলি ব্যাগে যুবকের মৃতদেহ
কুমোরটুলির পর এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঘোলা থানার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি অ্যাপ ক্যাবে রাখা ট্রলি ব্যাগের মধ্যে পাওয়া গেল যুবকের মৃতদেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তার এক সঙ্গী পলাতক।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ দমদম নাগেরবাজার এলাকা থেকে দু’জন যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে। একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে গাড়িতে ওঠে তারা। নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই দুই যুবক। গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামায়।
ট্রলি ব্যাগটি ভারী দেখে সন্দেহ হয় ক্যাব চালকের। তিনি জানতে চান, ট্রলি ব্যাগে কী রয়েছে? ওই ফাঁকা জায়গায় কেন গাড়ি থামাতে বলা হল, তাও জানতে চান তিনি। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুই যুবক। সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। ঝামেলা দেখে পুলিশ এগিয়ে গেলে এক যুবক পালিয়ে যায়। অন্যজনকে পুলিশ ধরে ফেলে।
Post A Comment:
0 comments so far,add yours