ফাইনালের মঞ্চে ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বোলিংয়ে স্পিনারদের পাশাপাশি দুর্দান্ত পারফর্ম করেছেন সামি, হার্দিকও। এ বার আইপিএলে নজর হার্দিক পান্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রেকর্ড হার্দিকের!
৬ মিনিটেই দশ লক্ষ..., বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
রেকর্ড তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সদ্য দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্টেই টিম গেম দেখা গিয়েছে। কখনও শুভমন গিল, বিরাট কোহলি জ্বলে উঠেছেন। তেমনই শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়ারাও। ফাইনালের মঞ্চে ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বোলিংয়ে স্পিনারদের পাশাপাশি দুর্দান্ত পারফর্ম করেছেন সামি, হার্দিকও। এ বার আইপিএলে নজর হার্দিক পান্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রেকর্ড হার্দিকের!
ট্রফি জয়ের উচ্ছ্বাসে সামিল হয়েছিল পুরো দেশ। তেমনই ম্যাচ শেষে দেখা যায় ভারতীয় দলের প্রায় প্রত্যেকে ক্রিকেটারই পরিবার-কাছের মানুষের সঙ্গে সেলিব্রেশনে মেতে। এর মাঝেই হার্দিকের সেই ট্রেডমার্ক সেলিব্রেশন! গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিজে ট্রফি রেখে হার্দিক বিশেষ পোজ দিয়েছিলেন। যেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন, কে পাশে থাকলো তাতে কুছ পরোয়া নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও একই পোজে ছবি তোলেন হার্দিক।
আসলে এই পোজটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় খাবি লেমের। আর এই ছবিই ঝড় তুলেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার সাত মিনিটের মধ্যেই ১০ লক্ষ লাইক ছাপিয়ে গিয়েছিল। আর রিপোর্ট বলছে হার্দিক পান্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ‘কুছ পরোয়া নেহি’র ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই বিরাটের রেকর্ড ভেঙে ৬ মিনিটেই ১০ লক্ষ লাইক ছাপিয়ে গিয়েছিল।
হার্দিক পান্ডিয়ার এই ছবি যে ভাইরাল হয়েছে বলার অপেক্ষা রাখে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ছবি নিয়ে দীর্ঘ দিন আলোচনা চলেছে। বিশ্বকাপের আগে ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপ্টা সামলেছিলেন হার্দিক। ধীরে ধীরে অনেকটাই সামলে উঠেছেন। মাঠে তাঁর পারফরম্যান্স, হাঁটাচলা সবেতেই সেই আত্মবিশ্বাস ধরা পড়ছে।
Post A Comment:
0 comments so far,add yours