প্রথমে আইআইটি বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে লাঠি দিয়ে মারধর করেন অভয়কে। ঘটনাটি ঘটে নয়ডায় একটি বেসরকারি সংবাদমাধ্যমের অফিসে।
মহাকুম্ভ মিটতেই বিরাট বিপর্যয়ে আইআইটি বাবা, খেতে হল মার! ঠিক কী করেছিলেন তিনি?
মহাকুম্ভে জনপ্রিয় হয়ে ওঠা ‘আইআইটি বাবা’ ওরফে অভয় সিং। নিজের ব্যক্তিগত জীবন থেকে নানা বিষয়ে মন্তব্যের কারণে একাধিকবার উঠে এসেছেন খবরের শিরোনামে। এবার সেই ‘আইআইটি বাবা’ লাঞ্ছনার স্বীকার। মার খেতে হল দুষ্কৃতিদের হাতে।
জানা যায়, শুক্রবার নয়ডায় একটি বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেলে বিতর্ক সভায় অংশ নিতে গিয়েছিলেন অভয় সিং। আইআইটি বাবার অভিযোগ যেখানে আচমকা সোজা নিউজ রুমে ঢুকে পরে কিছু অজ্ঞাত পরিচয় লোক। তাঁদের পরনে ছিল গেরুয়া বসন।
তাঁরা প্রথমে আইআইটি বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে লাঠি দিয়ে মারধর করেন অভয়কে। ঘটনাটি ঘটে নয়ডায় একটি বেসরকারি সংবাদমাধ্যমের অফিসে।
এই ঘটনার পরেই ১২৬ নম্বর সেক্টর থানার বাইরে ধর্নায় বসেন আইআইটি বাবা। পুলিশ এসে তাঁকে বুঝিয়ে ধর্না তুলে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
সেক্টর ১২৬ থানার এসএইচও ভূপেন্দ্র সিংহ জানিয়েছেন, আইআইটি বাবা অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে থানার সামনে ধর্নায় বসেন। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কুম্ভ চলাকালীন জানা গিয়েছিল আইআইটি মুম্বইয়ের ছাত্র অভয় সিং। অ্যারোস্পেস নিয়ে করেছেন ইঞ্জিনিয়ারিং। যদিও জানা যায় তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা ভাল ছিল না।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারত-পাকিস্তান ম্যাচের আগে ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। অভয় জানিয়েছিলেন ওই ম্যাচে নাকি হেরে যাবে ভারত। ভারত জিততেই তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় অভয়কে। তার পরে এবার তুমুল হেনস্থার মুখে পড়তে হল আইআইটি বাবাকে।
Post A Comment:
0 comments so far,add yours