দেখছিল, যে গোটা পাড়ায় ঢি পড়ল…
Deganga: দেগঙ্গা থানার দিঘির আটি চাঁদপুর এলাকায় সবজি ক্ষেত থেকে পটল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে বাঁশ,লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।


পটল ক্ষেতের পাশে বসে মোবাইল দেখছিল যুবক, তাতেই ক্ষেপে আগুন পড়শি! কী এমন দেখছিল, যে গোটা পাড়ায় ঢি পড়ল...
দেগঙ্গায় আক্রান্ত যুবক



 ক্ষেত থেকে পটল কমে যাচ্ছে। কেন, কিছুতেই বুঝতে পারছিলেন না ক্ষেতের মালিকরা। রবিবার এক যুবককে ক্ষেতের ধারে বসে মোবাইলে গেম খেলতে দেখেছিলেন তাঁরা। কিন্তু তাতেই সব সন্দেহ গিয়ে পড়ে তাঁর ওপরেই। আচমকাই তাঁকে প্রশ্ন করতে থাকেন। কিন্তু আমতা আমতা করতে থাকেন যুবক। এরপর অতর্কিতে লাঠি-সোঁটা-বাঁশ নিয়ে মারধর করতে থাকেন তাঁরা। দেগঙ্গায় পটল চুরির মিথ্যা অপবাদ দিয়ে যুবককে এলোপাথাড়ি মারধর করে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে পুলিশ।


পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থানার দিঘির আটি চাঁদপুর এলাকায় সবজি ক্ষেত থেকে পটল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে বাঁশ,লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। গলায় পা তুলে দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে। অতর্কিতে তাঁকে এমনভাবে মারা হয়, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তখন ভয় পেয়ে যান ক্ষেতের মালিকরা। ছেলেটি মারা গিয়েছে ভেবে ভয়েই সেখানে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। পরে প্রতিবেশীদের কাছ থেকেই খবর পান পরিবারের সদস্যরা। তারপর খোঁজ পেয়ে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। অভিযুক্ত পাঁচ জনের শাস্তির দাবিতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours